Listen & view Cryptic Fate - ভবঘুরে lyrics & tabs

Track : ভবঘুরে

Artist : Cryptic Fate

Album : শ্রেষ্ঠ

ভবঘুরে by Cryptic Fate from album শ্রেষ্ঠ

Duration : 4 minutes & 35 seconds.

Listener : 4 peoples.

Played : 8 times and counting.

বৃষ্টি ভেজা পথে ডলে পরে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাত গুলো
সেই পথও আছে আজও সেই বাতি
এখন ও বৃষ্টি হয়
শুধু তুমি নেই, আজ আমার পাশে
এই পথ আর তোমার নয়ই
সব পাখি নীরে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি, কিসের টানে
সব কিছু মনে রাখি, কি কারনে
কত কথা, কত ব্যাথা, আমার মনে
ঝরো হয়ে, ঝরে পড়ে, আমার গানে
বাস্ত শহর নিঝুম দুপুর
ঘাসে ছওয়া উদ্যান
কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি আমি
আর পাখিদের কলতান
সেই মাঠেও আছে আজো সেই গাছ
পাখিরাও গায় তাদের গান
শুধু তুমি নেই আজ আমার সাথে
আছে তোমার তথাকার অভিমান
সব পাখি নীরে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি, কিসের টানে
সব কিছু মনে রাখি, কি কারনে
কত কথা, কত ব্যাথা, আমার মনে
ঝরো হয়ে, ঝরে পড়ে, আমার গানে
আজও আমি ফিরে আসি, কিসের টানে
সব কিছু মনে রাখি, কি কারনে
কত কথা, কত ব্যাথা, আমার মনে
ঝরো হয়ে, ঝরে পড়ে, আমার গানে
চিলে কোটার ছোট্ট, সেই ঘর
সাজিয়েছি নিজ নিজের হাতে
যেটা হাজার দিন, হাজার রাত
স্বপ্ন দেখে গিয়েছে কেটে
তোমার হাতে গড়া সেই বাগান
এখনো ফুল ফুটায়
ভুলে যাই, মানুষ দূরে চলে যায়
তবু ফুল ফোটাতে, গাছ করে নাকও ভুল
সব পাখি নীরে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি, কিসের টানে
সব কিছু মনে রাখি, কি কারনে
কত কথা, কত ব্যাথা, আমার মনে
ঝরো হয়ে, ঝরে পড়ে, আমার গানে

You may also like

Loading Time :0.31201887130737mem :1572864