Listen & view Cryptic Fate - Akromon lyrics & tabs

Track : Akromon

Artist : Cryptic Fate

Album : Akromon

heavy metal bangladesh bangla

Akromon by Cryptic Fate from album Akromon

Duration : 7 minutes & 6 seconds.

Listener : 110 peoples.

Played : 529 times and counting.

আঁধারে দেখবে না তুমি
বাতাসে শুনবে না ধ্বনি
অশনি সংকেতের মত
তোমাকে করব বিব্রত
আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সংগীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ
আজ আমি বাংলার হাতিয়ার
তোমাকে করছি হুঁশিয়ার
আর তুমি লুেকাবে কোথায়
তোমার যে হবে না রেহাই
আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সংগীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ
এই আজব দুনিয়ায়, বেঁচে থাকাই লড়াই
রক্তের বদলা রক্ত, এর মাঝে শান্তি খুজে পাই
মেরে তবে মরব ভাই
আকস্মিক দেখবে তুমি বজ্রপাত
ঘুমেরই মাঝে দুঃস্বপ্নেরই আঘাত
ইস্রাফিলেরই শিঙার শব্দ ভেসে আসে
এই প্রলয় সংগীত গর্জে ওঠে
শুধু তোমারই ধ্বংসেরই জন্যে
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
আক্রমণ
এক মনে, এক প্রাণে, এক নিষ্ঠায় তোমাকে
আক্রমণ
শহরে, বন্দরে, বাজারে, সদরে
আক্রমণ
অলিতে, গলিতে, গ্রামের মেঠোপথে
আক্রমণ
পাহাড়ে, নদীতে, জঙ্গলে, নৌপথে
আক্রমণ

Similar Tracks of Akromon( Cryptic Fate )

Loading Time :0.21309399604797mem :1572864