Listen & view Cryptic Fate - Dako amar naam lyrics & tabs

Track : Dako amar naam

Artist : Cryptic Fate

Album : Unknown

Deshi Pride

Dako amar naam by Cryptic Fate from album Unknown

Duration : 5 minutes & 33 seconds.

Listener : 96 peoples.

Played : 597 times and counting.

আর কত চিত্র দেখব আমি
অর্ধ নগ্ন দুনিয়ায়
আর কত মিথ্যা বেচবো আমি
এই শর্তসাপেক্ষ ভালবাসায়
কেনো তুমি ছাড়বে না
কেনো তুমি মান না
ভাসমান সত্যে ভেসে ভেসে গড়ে তুলো তোমারি মিথ্যা ইতিহাস
ঈর্শান্বিত চোখে তুমি চেয়ে দেখো বাকি সব শত প্রয়াস
হিংসারই খেলা খেলে তুমি ঠেলে দাও সবকিছু ধংসের পথে
তারপর নির্লজ্জ পশুর মত আসো কেনো ক্ষমা চেতে
হয়ে যাবে কাজ তুমি ভেব না
প্রতিদানে কি পাবে জানো না
ভেবে দেখো কোথা দিবে নাকি
আমারি সুখ তোমারি দুখে
ডাকো তুমি আমারই নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে
কিভাবে ডাকবে আমায়
পাষানের মন রবে চিরন্তন অনুভূতিহীন, বিলীন আশংকা হয়,
এই পরিচয় একদমই প্রবীন
এই অশালীন রাজ্যের মাঝে তুমি আসবে কেনো কি বা করতে চাও
এই সুখের জায়গা ছেড়ে কেন তুমি মিছে মিছি পুড়তে চাও
পুড়তে চাও
ডাকো তুমি আমারই নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে
কিভাবে ডাকবে আমায়
আশ্রয়ের স্বপ্ন দেখো রক্ত হাতে, নিস্প্রাপ্তি পেতে আসো অন্য পথে
হয়ে যাবে কাজ তুমি ভেব না
প্রতিদানে কি পাবে জানো না
ভেবে দেখো কোথা দিবে নাকি
আমারি সুখ তোমারি দুখে
ডাকো তুমি আমারই নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে
কিভাবে ডাকবে আমায়

Similar Tracks of Dako amar naam( Cryptic Fate )

Loading Time :0.59795999526978mem :1572864