Listen & view Habib - mon munia lyrics & tabs

Track : mon munia

Artist : Habib

Album : Shono

mon munia by Habib from album Shono

Duration : 5 minutes & 53 seconds.

Listener : 41 peoples.

Played : 320 times and counting.

মন মুনিয়া তোর কাছে কই
আমার মনের কথা।
তোর লাগিয়া রাত জেগে রই
হৃদয় জুড়ে ব্যথা
তোর তরে হায়, মন পুড়ে যায়
তুই সে থাকিস দূরে
দিন চলে যায় রাতের মায়ায়
আমার হৃদয় জ্বলে।।
কোন সে পথে পাব তোরে
কোন পৃথিবীর আঁধার ঘরে।
হয়নি আজও কিছুই বলা
না বলা সব কথা।।
তোর তরে হায়, মন পুড়ে যায়
তুই সে থাকিস দূরে
দিন চলে যায় রাতের মায়ায়
আমার হৃদয় জ্বলে।।
আঁধার ঘরে আলো জ্বালি
তোরে দেখার আশায়।
পুড়ছি আমি একাই শুধু
তোরই সেই ভালবাসায়
তোর তরে হায়, মন পুড়ে যায়
তুই সে থাকিস দূরে
দিন চলে যায় রাতের মায়ায়
আমার হৃদয় জ্বলে।।

Similar Tracks of mon munia( Habib )

Loading Time :0.20908403396606mem :1572864